বর্তমানে ইন্টারনেট ব্যবহারের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে WiFi নেটওয়ার্ক। হাতে গোনা কয়েক টা WiFi নেটওয়ার্ক ব্যবস্থা ছাড়া সব গুলোই পাসওয়ার্ড প্রোটেক্টেড। WiFi নেটওয়ার্কের পাসওয়ার্ড হ্যাক করার জন্য অনেকেই অনেক চেষ্টা করে থাকি কিন্তু এক্সপার্টরা ছাড়া প্রায় সবাইকেই ব্যর্থ হতে হয়। তবে আজকের আর্টিকেলটি WiFI পাসওয়ার্ড হ্যাক সম্পর্কিত না। এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের দেখাব কিভাবে ল্যাপটপে Connected WiFI পাসওয়ার্ড খুঁজে পেতে পারেন।
ল্যাপটপে Connected WiFI পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য অবশ্যই আপনার ল্যাপটপকে WiFi নেটওয়ার্কের সাথে Connected থাকতে হবে। বিভিন্ন সময় আমাদের ল্যাপটপ পরিচিত কারো WiFi নেটওয়ার্কে Connected থাকলেও আমরা WiFi নেটওয়ার্কটির পাসওয়ার্ড জানি না অথবা আমাদের কে পাসওয়ার্ড জানাতে চায় না। সে ক্ষেত্রে আমরা আজকের Tricks টা ব্যবহার করে খুব সহজেই WiFi নেটওয়ার্কের পাসওয়ার্ডটি বের করতে পারি। এর জন্য কোন থার্ডপার্টি ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন এর প্রয়োজন নেই।
ল্যাপটপে Connected WiFI পাসওয়ার্ড খুঁজে বের করার কার্যপদ্ধতিঃ
[Windows 10]
কয়েকভাবে মাইক্রোসফট উইন্ডোজ ১০ এ WiFi Network Password বের করা যায় তারমধ্যে দুইটা পদ্ধতি তুলে ধরলাম।
প্রথম পদ্ধতিঃ
- ল্যাপটপের Start Button এ ক্লিক করে Settings Icon Select করুন।
- Network & Internet অপশন সিলেক্ট করুন।
- Network & Internet অপশন থেকে Wi-Fi অপশন সিলেক্ট করুন।
- Wi-Fi অপশন থেকে Change Adapter Options এ ক্লিক করুন।
- Change Adapter Options থেকে আবার Wi-Fi অপশন এ ক্লিক করুন।
- Wi-Fi অপশন এ ক্লিক করলে Wi-Fi Stutas দেখতে পাবেন। Wi-Fi Stutas থেকে Wireless Properties এ ক্লিক করুন।
- Wireless Properties থেকে Security অপশন এ ক্লিক করে Show Characters অপশন সিলেক্ট করে দেখে নিন WiFi Network Password.
দ্বিতীয় পদ্ধতিঃ
- ল্যাপটপের Control Panel থেকে Network and Sharing Center সিলেক্ট করুন।
- Network and Sharing Center থেকে Connecntions: থেকে Wi-Fi network এ ক্লিক করুন।
- Wi-Fi network অপশন এ ক্লিক করলে Wi-Fi Stutas দেখতে পাবেন। Wi-Fi Stutas থেকে Wireless Properties এ ক্লিক করুন।
- Wireless Properties থেকে Security অপশন এ ক্লিক করে Show Characters অপশন সিলেক্ট করে দেখে নিন WiFi Network Password.
আজকের মত এই পর্যন্তই। আর্টিকেল সম্পর্কিত যে কোন প্রশ্ন কিংবা সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। পরবর্তীতে আবার দেখা হবে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TechBartaBD-র সাথেই থাকবেন।
আল্লাহ্ হাফেজ…