Long-tail Keyword কি এবং এর গুরুত্ব

আসসালামুয়ালাইকুম, আজকে Long-tail Keyword কি এবং SEO-তে Long-tail Keyword কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী আর্টিকেলে আমরা Keyword কি, কত প্রকার এবং কি কি? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে পূর্ববর্তী আর্টিকেলটি পড়ে আসতে পারেন।

Long-tail Keyword কি?

যে সব কীওয়ার্ডগুলিতে ৩টির বেশি শব্দ বিদ্যমান থাকে সে সব কীওয়ার্ডগুলিকে Long-tail Keyword বলে। Long-tail Keyword-গুলি সাধারণত Short-term Keyword-গুলির চেয়ে অনেক বেশি কোনো বিষয়কে উপস্থাপন করে। যেমন: “places to visit in Bangladesh“এটি একটি Long-tail Keyword.

Long-tail Keyword-এর গুরুত্ব

একটি Short-tail Keyword-এর তুলনায় Long-tail Keyword-এর পরিমাণ Monthly Search Value অনেক কম থাকে। তবে একটি Short-tail Keyword-এর থেকে একটি Long-tail Keyword-এর Competiton অনেক কম থাকে। এর ফলে প্রতিযোগিতা (Competiton) অনেকাংশ কমে যায়।

আর Long-tail Keyword-এর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনি খুব সহজেই অনুসন্ধানের উদ্দেশ্যটি/বিষয়টি চিহ্নিত করতে পারবেন। উদাহরণস্বরুপ: আপনি যদি ঢাকার মধ্যে কোনো পোকামাকড় নিধন পরিষেবা খুঁজতে থাকেন তাহলে আপনি সাধারণত সার্চ ইঞ্জিনে “Pest control service in Dhaka” লিখে সার্চ করবেন। এই “Pest control service in Dhaka” কীওয়ার্ডটা লিখে সার্চ করার ফলে খুব সহজেই সার্চ ইঞ্জিন আপনাকে ঢাকার মধ্যে পোকামাকড় নিধন পরিষেবা দিতে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে SERP-এ দেখাবে। এভাবেই Long-tail Keyword মূলত অনুসন্ধানের উদ্দেশ্য/বিষয় খুব সহজেই চিহ্নিত করতে পারে।

আর যখন ব্যবহারকারীরা এই সব দীর্ঘ এবং বিশদ কীওয়ার্ডগুলির সাহায্যে অনুসন্ধান করে, তখন সাধারণত তারা ক্রয় করতে প্রস্তুত থাকে অর্থাৎ মার্কেটিংয়ের ভাষায় বলতে গেলে “Action Mood” থাকে। আর যখন ব্যবহারকারীরা থাকে তখন আপনার ওয়েবসাইটের ভিজিটর, কেনাবেচা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। সর্বোপরি, আপনার ব্যবসার সম্প্রসারণ এবং মান বৃদ্ধি পেতে থাকবে।

Long-tail Keyword কি
Short-tail Keyword and Long-tail Keyword comparison | Long-tail Keyword কি এবং এর গুরুত্ব

Long-tail Keyword- এর বৈশিষ্ট্যসমূহ

  • অনুসন্ধানের পরিমান কম (low search volume)
  • প্রতিযোগিতামূলক হার কম (low competitive rate)
  • অনুসন্ধানের বিষয়বস্তু নির্দিষ্ট এবং সুস্পষ্ট (specific search intent)
  • ওয়েবসাইটের ট্রাফিক/ভিজিটর কে ক্রেতায় রূপান্তর হার উচ্চ (high conversion rate)

বেশ কিছু Long-tail Keyword-এর Monthly Search Volume, Competition উল্লেখ করা হলো

KeywordMonthly Serach ValumeCompetition
Pesticides Company in Bangladesh10-100Low
Cleaner Company in Bangladesh10-100 Low
Tour Operator in Bangladesh100-1K Low
Halal Food in Geneva10-100 Low
Corporate Cleaning Services10-100 Low
Hajj Packages from Bangladesh10-100Low
Residential Cleaning Services10-100 Low

তাহলে আজ এ পর্যন্তই । “Long-tail Keyword কি” সম্পর্কে কোনো প্রশ্ন অথবা কোথাও বুঝতে সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এছাড়াও, অন্যান্য Keyword সম্পর্কে বিস্তারিত জানতে TechBartaBD-র সাথেই থাকুন। খুব শীঘ্রই অন্যান্য Keyword সম্পর্কে বিস্তারিত আর্টিকেল প্রকাশ করা হবে।

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments