জুম বর্তমানে খুব পরিচিত একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন। আমরা অনেকেই মোবাইলে জুম অ্যাপ্লিকেশনে একাউন্ট তৈরির সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এজন্য, কিভাবে মোবাইলে একটি জুম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তা নিয়েই আমাদের আজকের টিউটোরিয়াল।
আজকের টিউটোরিয়ালটি স্পনসর করেছে ZamZam Travels BD (জামজাম ট্র্যাভেলস বিডি)। জামজাম ট্র্যাভেলস বিডি বাংলাদেশের শীর্ষস্থানীয় হজ ও ওমরাহ অপারেটর। তারা বাংলাদেশ থেকে হজ ও ওমরাহ প্যাকেজ সরবরাহ করে থাকে।
জুম ভিডিও কমিউনিকেশনস হচ্ছে একটি আমেরিকান যোগাযোগ প্রযুক্তি সংস্থা যার সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান জোসে অবস্থিত। এটি ক্লাউড-ভিত্তিক পিয়ার-টু-পিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিওটেলফোনি এবং অনলাইন চ্যাট পরিষেবা সরবরাহ করে এবং টেলিকনফারেন্সিং, টেলিযোগাযোগ, দূরত্ব শিক্ষা এবং সামাজিক সম্পর্কের জন্য ব্যবহৃত হয়। করোনা মহামারীর জন্য বাংলাদেশে অনলাইন ক্লাস এর জন্য জুম ব্যাপক ভাবে ব্যাবহৃত হচ্ছে।
যেভাবে জুম অ্যাকাউন্ট তৈরি করবেন
জুম একাউন্ট তৈরি করার প্রক্রিয়া পর্যায়ক্রমে দেখানো হলো_
ধাপ – ১
প্রথমত আপনাকে গুগল প্লে স্টোর থেকে জুম অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করতে হবে।
ধাপ – ২
Sign Up অপশনে ট্যাপ করতে হবে।
ধাপ – ৩
আপনার জন্ম তারিখ দিতে হবে।
ধাপ – ৪
যথাক্রমে আপনার Email, First Name এবং Last Name দিতে হবে। তারপর Sign Up-এ ট্যাপ করতে হবে।
ধাপ – ৫
আপনার ইমেইল-এ একটি ভেরিফিকেশন মেইল যাবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় ভেরিফিকেশন মেইল আসতে সময় লাগতে পারে। তারপর ভেরিফিকেশন মেইল-এ Active Account-এ ট্যাপ করতে হবে।
ধাপ – ৬
এরপর “No” অপশন নির্বাচন করে Continue-এ ট্যাপ করতে হবে।
ধাপ – ৭
এরপর আপনার পছন্দ মতো পাসওয়ার্ড নির্বাচন করুন। এরপর Continue-এ ট্যাপ করতে হবে।
ধাপ – ৮
Skip This Step-এ ট্যাপ করতে হবে।
ধাপ – ৯
Go to my account-এ ট্যাপ করতে হবে।
আপনার জুম একাউন্ট তৈরী হয়ে গিয়েছে। এবার জুম অ্যাপ্লিকেশনে Sign In করতে হবে।
ধাপ – ১০
পুনরায় আপনার জুম এপ্লিকেশনে গিয়ে Sign In অপশনে ট্যাপ করতে হবে।
ধাপ – ১১
আপনার Email এবং Password দিয়ে Sign In করতে হবে।
সফলভাবে জুম একাউন্ট তৈরী করে জুম এপ্লিকেশনে করা হয়ে গিয়েছে। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা হয় তাহলে নিচের টিউটোরিয়ালটি দেখতে পারেন।
তাহলে আজ এপর্যন্তই। আজকের টিউটোরিয়াল সম্পর্কিত যেকোনো প্রশ্ন অথবা সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পরবর্তীতে আবার দেখা হবে ভিন্ন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং TechBartaBD-র সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ
বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণের কারণে বাংলাদেশে জুম মোবাইল এপসটি যোগাযোগের মাধ্যম হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণের কারণে বেশির ভাগ স্কুল কলেজই বন্ধ হয়ে আছে। তাই এখন বেশির ভাগ স্কল কলেজ এর ক্লাস জুম মোবিাইল এপস দ্বারা গ্রহণ করা হচ্ছে।